• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইএইচএফ স্কুলে বিশ্ব শিশু দিবস উদযাপিত   


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৬:৩৩ পিএম
আইএইচএফ স্কুলে বিশ্ব শিশু দিবস উদযাপিত   

বেসরকারি উন্নয়ন সংস্থা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ২০২১’ উদযাপিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সৈয়দপুর আইএইচএফ স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিদরাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সরকার। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইএইচএফের প্রতিষ্ঠাতা মো. আদনান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর ক্যাম্পাসের প্রধান শিক্ষক কামাল আরজু। 

উপস্থিত ছিলেন আইএইচএফের দুই কর্মকর্তা শাহারুল ইসলাম সাকিব এবং মাহিন হোসেন (কমিউনিকেশন অফিসার)  

জানা যায়, বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে সৈয়দপুর আইএইচএফ স্কুলে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, নাটক ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সিদরাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মধ্যে কম্বল, আরলা ফুডস থেকে গুড়া দুধ এবং ডেন কেকের পক্ষ থেকে বিস্কুট বিতরণ করা হয়।

আইএইচএফ স্কুল, টঙ্গী ক্যাম্পাস

শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বাচ্চারা হাতে তৈরি নানা ক্রাফটস প্রদর্শন করে। অনুষ্ঠানে আরলা ফুডস থেকে গুড়া দুধ এবং ডেন কেকের পক্ষ থেকে কেক ও বিস্কুট এবং মনিশা পাটোরার পক্ষ থেকে স্টেশনারি প্যাক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিশা পাটোরা এবং ইউএফআই–ইউনাইটেড ফ্রন্টলাইনের কান্ট্রি ম্যানেজার লোকেশ শর্মা।  

চাকার স্কুল

চাকার স্কুলে ‘গুড টাচ ব্যাড টাচ’ নামে একটি সেশন নেন ওয়ান সার্কেলের প্রতিষ্ঠাতা ফারিন দোউলাহ।

শিশুদের মধ্যে আরলা ফুডস থেকে গুড়া দুধ এবং ডেন কেকের পক্ষ থেকে কেক বিস্কুট বিতরণ করা হয়।

স্পেশাল স্কুল ‘আলো‌ক’

বিশ্ব শিশু দিবসে আইএইচএফের স্পেশাল স্কুল প্রজেক্ট আলো‌কে সজ্জিত করা হয়। জল রঙ দি‌য়ে দেয়ালে দেয়ালে আঁকা হয় রঙ বের‌ঙের প্রজাপ‌তি।

আর দিন‌টি‌কে আরও সুন্দর করার জন‌্য রঙ পে‌ন্সিল, খাতা ও খাবারসহ অনেক কিছু উপহার দেওয়া হয়।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!